BLO | মৃত BLO-দের পরিবারকে ক্ষতিপূরণের ভাবনা কমিশনের! বাড়তে পারে SIRএর সময়সীমাও
Friday, December 5 2025, 5:31 pm
Key Highlightsময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি খতিয়ে দেখে ক্ষতিপূরণের প্রসেসিং-এর কাজ শুরু করার কথা ভাববে নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গে SIRএর কাজ অনেকটা এগোলেও একাধিক রাজ্যে SIRএর অনেকটাই বাকি রয়েছে। শুক্রবার মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের CEOদের নিয়ে বৈঠকে নির্বাচন কমিশন জানিয়েছে, SIRএর সময়সীমা বাড়ানো হতে পারে। অন্য দিকে, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে কাজ চলাকালীন একাধিক BLOর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, কাজের চাপেই তাঁদের মৃত্যু হয়েছে। মৃত BLOদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি খতিয়ে দেখে ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবা যাবে।
- Related topics -
- দেশ
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- সিএসআইআর
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- অস্বাভাবিক মৃত্যু

