SIR in West Bengal | SIR ইস্যুতে ওয়েবসাইট সমস্যা, সমাধানে নয়া ওয়েবসাইট চালু নির্বাচন কমিশনের
Friday, October 31 2025, 3:48 pm
Key Highlightsসমস্যা সমাধানে নয়া ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন। সেখানেই মিলছে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট।
গত সোমবার রাজ্যে এসআইআর ঘোষণার পরই ২০০২ সালের ভোটার লিস্টে নাম খুঁজতে গিয়ে সকলেই ( ceowestbengal.nic.in/Roll_dist) এই ওয়েবসাইটে লগ ইন করতে থাকেন। ওয়েবসাইটে পাওয়া লিস্টে একাধিক ব্যক্তির নাম না থাকার অভিযোগ করা হয়। এদিকে একাধিক মানুষ একসাথে ওয়েবসাইটে লগ ইন করার ফলে বৃহস্পতিবার ক্র্যাশ করে যায় ওয়েবসাইট। এই নিয়ে টানাপোড়েনের মাঝেই শুক্রবার নয়া ওয়েবসাইট চালু করল কমিশন। https://ceowestbengal.wb.gov.in/ এই লিংকে ক্লিক করেই এবার ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট দেখতে পাবেন সকলে।
- Related topics -
- দেশ
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- নির্বাচনের ফলাফল
- উপনির্বাচন
- নির্বাচন কমিশন
- নির্বাচন
- সিএসআইআর
- ভারত

