SIR in Bengal | আগামী মাসেই বঙ্গে শুরু ‘SIR’ প্রক্রিয়া, নির্বাচনের আগেই শেষ হবে কাজ, জানালো কমিশন
Friday, October 24 2025, 5:11 am
Key Highlightsআগামী মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন(সার) শুরু হবে।
বৃহস্পতিবার দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের তিন সদস্যের ফুলবেঞ্চ ইঙ্গিত দিয়েছেন আগামী মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন(সার) শুরু হবে। ‘সার’ শুরু করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালা এই পাঁচ রাজ্যকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। পাঁচ রাজ্যকেই জানুয়ারির মধ্যে ‘সার’ শেষ করতে হবে। যাতে এপ্রিলে নির্বাচন সম্পন্ন হওয়ার আগেই কাজ শেষ হয়ে যায়। উল্লেখ্য, ‘সার’ প্রক্রিয়া ডিজিটালাইজ়ড হবে।

