SIR in WB | SIR-আইনকে চ্যালেঞ্জ মমতাবালা ঠাকুরের, আমরণ অনশনের হুমকি মতুয়াদের
Saturday, November 1 2025, 4:03 pm
Key HighlightsSIR-এর প্রতিবাদে ৫ নভেম্বর থেকে আমরণ অনশনে বসতে চলেছেন মমতাবালাপন্থী মতুয়ারা।
২০০২ এর ভোটার তালিকার সঙ্গে সাম্প্রতিক ভোটার লিস্ট মেলালে দেখা যাচ্ছে ২০০২ সালে অধিকাংশ মতুয়ার নাম নেই। এরপরই শনিবার সংশোধিত ‘অভিবাসন ও বিদেশি নাগরিক’ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর। তাঁর দাবি, এই নতুন আইন সংবিধান বিরোধী। এদিন তিনি বলেন, "যে ১১টি নথি চাওয়া হচ্ছে, তা অধিকাংশ মানুষের কাছে নেই। এই প্রক্রিয়া মতুয়ারা মানবে না। তাই সকলে আমরণ অনশনের পথ বেছে নিতে চলেছে।’
- Related topics -
- রাজ্য
- মমতা ব্যানার্জী
- মমতাবালা ঠাকুর
- মতুয়া
- সিএসআইআর
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- পশ্চিমবঙ্গ
- অনশন

