SIR in WB | প্রতিমুহূর্তে বদলাচ্ছে নির্দেশ, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে গণইস্তফা দিলেন মুর্শিদাবাদের ২০০ BLO!
Wednesday, January 14 2026, 3:23 pm

Key Highlightsজেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বিএলওদের কাজ করতে না চেয়ে গণ ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি।
বঙ্গে SIR প্রক্রিয়া শুরুর পরেই একের পর এক নয়া নির্দেশিকা জারি করছে নির্বাচন কমিশন। এই ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে কর্মরত প্রায় দু’শোর বিএলও গণইস্তফা দিলেন। তাঁদের অভিযোগ, বিএলওদের অ্যাপটি ঠিকমতো কাজ করছে না। ভোটারদের থেকে যে তথ্য চাওয়া হচ্ছে, তাতে অনেকের নাম বাদ পড়বে। এমনকী সন্তান ৪ জন থাকলেও ৬ জন দেখিয়ে শুনানিতে ডাক দেওয়া হচ্ছে! এ ঘটনায় ক্ষুদ্ধ তাঁরা। যদিও জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বিএলওদের গণ ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি। ফলে নিয়মমতো কাজ করতে হবে তাঁদের।
- Related topics -
- রাজ্য
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- পশ্চিমবঙ্গ
- ইস্তফা পত্র
- ভোটার কার্ড


