SIR Document | কাল থেকেই বাড়িতে বাড়িতে পৌঁছবে এনুমারেশন ফর্ম, বাবা মায়ের নাম না থাকলে কোন কোন ডকুমেন্ট রেডি রাখবেন?
Monday, November 3 2025, 5:25 pm
Key Highlightsস্পষ্ট করে বুঝে নিন এই সংশোধনী প্রক্রিয়ার জন্য কী কী নথি রাখবেন আপনার হাতে।
২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নিজেদের বা মা-বাবার নাম নেই তাঁদের যে নথিগুলি লাগবে : ১) কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মীর পরিচয়পত্র অথবা পেনশনের প্রমান। ২) ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে পাওয়া ব্যাঙ্ক, পোস্ট অফিস, LIC, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি। ৩) ১৯৮৭ তে জন্ম না হলে বার্থ সার্টিফিকেট কিংবা পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা বাসস্থানের শংসাপত্র থাকলেও হবে। ৪) এছাড়া ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, জমি অথবা বাড়ির দলিলও গণ্য হবে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- তথ্য
- নাগরিকত্ব

