দেশ

Palak Muchhal marries Mithoon Sharma: সুরেলা জুটির নতুন অধ্যায় শুরু

Palak Muchhal marries Mithoon Sharma: সুরেলা জুটির নতুন অধ্যায় শুরু
Key Highlights

“आज हम दो सदैव के लिये एक हुए । And forever begins… ♥️.” এই দুই সংগীতশিল্পী বেশ কিছুদিন ধরেই একে অপরকে চেনেন। কিন্তু, এটি একটি অর্রান্গেড বিয়ে।

গায়িকা পলক মুছাল ৬ই নভেম্বর ২০২২ (রবিবার) বাণিজ্য নগরী মুম্বাইতে সঙ্গীত সুরকার মিথুন শর্মাকে বিয়ে করেছেন। নবদম্পতি তাদের নিজ নিজ সামাজিক মিডিয়া অ্যাকাউন্টে তাদের স্বপ্নময় বিয়ের ছবি শেয়ার করেছেন। বিয়ের জন্য, পলক ঐতিহ্যবাহী পথ বেছে নিয়েছিলেন এবং লাল লেহেঙ্গা পরেছিলেন, মিথুন তাকে একটি ক্রিম রঙের শেরওয়ানিতে পরিপূরক করেছিলেন।

“আজ আমরা দু’জন চিরদিনের জন্য এক হয়ে গেলাম। চিরদিনের জন্য পথ চলা শুরু হল…”, একথা লিখেই বিয়ের ছবি আপলোড করেছেন মিঠুন ও পলক। দম্পতিকে তাদের বিয়ের পোশাকে একেবারে জমকালো লাগছিল।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘আশিকি ২’। সেই ছবি থেকে সুরেলা এই জুটির যাত্রা শুরু। সে ছবিতেই প্রথমবার মিঠুনের সংগীত পরিচালনায় গান গেয়েছিলেন পলক। ‘মেরি আশিকি’ এবং ‘চাহু ম্যায় ইয়া না’, দু’টি গানই বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর বহুদিন মিঠুনের সংগীত পরিচালনায় কাজ করেননি পলক। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ট্রাফিক’ সিনেমায় সংগীত পরিচালক ও গায়িকার যুগলবন্দি দেখা যায়। মিঠুনের সুরে দু’টি গানে কণ্ঠ দিয়েছেন পলক। 

দম্পতি তাদের বিয়ের ছবি পোস্ট করার সাথে সাথে, জসলিন রয়্যাল, নীতি মোহন, আভিকা গোর এবং স্মৃতি মান্ধানা সহ বেশ কয়েকজন সেলিব্রিটি নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। পলক মুছাল এবং মিথুন রবিবার সন্ধ্যায় একটি বিবাহের সংবর্ধনাও আয়োজন করেছিলেন যেখানে শিল্প থেকে তাদের বন্ধুরা উপস্থিত ছিলেন। সোনু নিগম এবং কৈলাশ খের, কৃষিকা লুল্লা, রুবিনা দিলাইক এবং অভিনব শুক্লা এবং সেলিম মার্চেন্টকে রিসেপশন ভেন্যুতে যেতে দেখা গেছে।

প্রসঙ্গত, এই বিয়ে কিন্তু একেবারেই লাভ ম্যারেজ নয়। দুই পরিবারের পক্ষ থেকেই এই বিয়ে ঠিক করা হয়েছে। পলক ও মিঠুনের বাড়ির লোকের মধ্যে আগে থেকে চেনা পরিচিতি ছিল। সে সুবাদেই এই বিয়ের পরিকল্পনা।


Weather Update | কলকাতার আকাশে দুর্যোগের ঘনঘটা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা মহানগরে
Pakistan | ফের হামলার মুখে জাফর এক্সপ্রেস! বিস্ফোরণে ছিটকে গেলো একাধিক কামরা!
World Para Athletics | বিশ্ব প্যারা অ্যাথলেটিকসে রেকর্ড গড়লো ভারত! শেষ দিনেও এলো রূপো!
Pahalgam Terror Attack | মোবাইলের চার্জারের সূত্র ধরে পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিকে ধরলো তদন্তকারীরা
IND W VS PAK W | এশিয়া কাপের পুনরাবৃত্তি, হ্যান্ডশেক করলেন না হরমনপ্রীত-ফতিমা
Devi Skandhamata | পঞ্চমী-তে দেব সেনাপতি কার্তিককে কোলে নিয়ে পূজা নেন মা স্কন্দমাতা, অভয়মুদ্রায় সন্তানধারণের বর দেন দেবী
Breaking News | ভররাতে সিলিন্ডার বোঝাই ট্রাকে একাধিক বিস্ফোরণ, আগুনে ঝলসে গেলো ৭টি গাড়ি