ভারী বর্ষণের জেরে ফের সেবকে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বাংলা-সিকিম পথে
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsপাহাড়ে লাগাতার বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার সকালে আবারো ধস নামলো সেবকে। ধসের জেরে আবারও পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্বাভাবিক করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল বাহিনী। সকলে মিলে যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় পাথরের টুকরো সরিয়ে রাস্তা সারাই এর কাজ শুরু করেছে। দুটি JCB দিয়ে ধস সরানো হচ্ছে। জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন বিকেলের আগে রাস্তা পরিষ্কারের কাজ শেষ হবে না।
- Related topics -
- প্রাকৃতিক দুর্যোগ
- ভূমিধস
- সিকিম
- উদ্ধারকার্য
- রাজ্য

