পুলিশি অভিযানে পর্দাফাঁস প্রতারকদের, মেক আপ স্টুডিও-র আড়ালে চলত অবৈধ ব্যবসা
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsমেক আপ স্টুডিও-র আড়ালে দিনের পর দিন চলছিল অবৈধ কল সেন্টারের ব্যবসা। জানা যাচ্ছে সেখানে সকাল থেকে রাত অবধি যুবক-যুবতীদের আনাগোনা লেগেই থাকত। স্থানীয় বসিন্দারা জানিয়েছে সেখানে তাঁরা মেকআপ শিখতে আসছে বলেই ভেবেছিলেন সকলে। পরে পুলিশি অভিযান হতেই সামনে আসে সত্য। শিলিগুড়ি থানার পুলিশ ওই মেকআপ স্টুডিও থেকে ১০ জন যুবতী ও ২ ব্যক্তি ও ১ জন যুবককে গ্রেফতার করেছে।