আন্তর্জাতিক

Shubhanshu Shukla | রীতি মেনে করছেন 'ডিনার', গবেষণার ফাঁকে চলছে শরীরচর্চাও, গত ২৪ ঘন্টায় আর কী কী করলেন শুভাংশু?

Shubhanshu Shukla | রীতি মেনে করছেন 'ডিনার', গবেষণার ফাঁকে চলছে শরীরচর্চাও, গত ২৪ ঘন্টায় আর কী কী করলেন শুভাংশু?
Key Highlights

শুক্রবার সকালে কিছুক্ষণ গবেষণার কাজের পর নিজেকে ফিট রাখতে জিম করেন লখনউয়ের শুভাংশু।

মহাকাশে ২৪ ঘন্টা কাটিয়ে ফেললেন শুভাংশু শুক্লা। এই ২৪ ঘন্টায় কী কী করলেন তিনি? প্রথম ভারতীয় হিসাবে স্পেস স্টেশনে পা রাখতেই তাঁকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছিলেন উপস্থিত মহাকাশচারীরা। শুভাংশু সহ চার মহাকাশচারীকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে অভিনন্দন জানান তাঁরা। শুক্রবার সকালে কিছুক্ষন গবেষণার কাজের পর শারীরিক ক্লান্তি কাটাতে জিম করেন শুভাংশু। দুপুরে মধ‌্যাহ্নভোজও সারেন অন্যদিনের নিয়মে। পুরনো রীতি মেনে মহাকাশ কেন্দ্রের মহাকাশচারীদের সাথে নৈশাহার করেন তিনি। শুক্লা জানিয়েছেন আটঘন্টা ঘুমিয়ে ফেলেছেন তিনি।