Shubhanshu Shukla | পৃথিবীর কক্ষপথে প্রবেশ করলেন শুভাংশুরা, ভারতীয়দের উদ্দেশ্যে কী বার্তা দিলেন নভোচর?
Thursday, June 26 2025, 10:23 am
Key Highlightsমহাকাশে পৌঁছেই দেশবাসীর জন্য বার্তা দিলেন ভারতের নভোচর শুভাংশু শুক্লা।
দীর্ঘ ৪১ বছর পর ফের ইতিহাস লিখলেন কোনও ভারতীয়। রাকেশ শর্মার পর মহাকাশে পাড়ি দিলেন ভারতের নভোচর শুভাংশু শুক্লা। আর মহাকাশে পৌঁছেই দেশবাসীর জন্য বার্তা দিলেন তিনি। উৎক্ষেপণের পর ফ্যালকন ৯ রকেটের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর স্পেসএক্স ড্রাগন মহাকাশযান পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে, তারপরই ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লা বলেন, 'আমরা পৃথিবীর কক্ষপথে ঘুরছি। এটি ভারতের মানব মহাকাশ কর্মসূচির সূচনা। জয় হিন্দ, জয় ভারত।'এদিকে অ্যাক্সিওম ৪ মিশনের সফল উৎক্ষেপণের পরই শুভাংশু শুক্লার প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদিও।
- Related topics -
- দেশ
- ভারত
- শুভাংশু শুক্লা
- নাসা
- মহাকাশচারী
- মহাকাশ
- মহাকাশযান
- অ্যাক্সিওম মিশন ৪

