Shubhanshu Shukla | মহাকাশে থাকাকালীন ১৮ দিন স্নান করেননি শুভাংশু! তবে পৃথিবীতে ফেরার আগে চুল কেটে তৈরী করলেন ইতিহাস!

টানা ১৮ দিন মহাকাশে থেকে আজ পৃথিবীতে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ও Axiom 4 অভিযানের বাকি সদস্যরা।
টানা ১৮ দিন মহাকাশে থেকে আজ পৃথিবীতে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ও Axiom 4 অভিযানের বাকি সদস্যরা। Axiom 4 অভিযানের সদস্য হয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন শুভাংশু। কিন্তু সেখানে গিয়ে তিনি প্রথম ভারতীয় হিসেবে তৈরী করেছেন ইতিহাস। জানা গিয়েছে, শাওয়ার বা বাথটাব না থাকায় ১৮ দিন ধরে স্নান করতে পারেননি শুভাংশু। তবে পৃথিবীতে ফেরার আগে মহাকাশে চুল কাটিয়েছেন তিনি। তবে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য মহাকাশে চুল কাটেন না নভোচররা। এটা তাঁদের মহাকাশ অভিযানেরই একটি অংশ।
- Related topics -
- দেশ
- ভারত
- অ্যাক্সিওম মিশন ৪
- শুভাংশু শুক্লা
- মহাকাশচারী
- মহাকাশ
- মহাকাশযান