Shubhanshu Shukla | মহাকাশ স্টেশনে পৌঁছলেন শুভাংশুরা! কিন্তু এখনও রাখতে পারেননি ISS-র ভিতরে পা! হয়েছে কোনও বিপদ?
Thursday, June 26 2025, 11:22 am
Key Highlightsইতিহাস লিখলেন শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পর এই প্রথম কোনও ভারতীয় পৌঁছলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে।
ইতিহাস লিখলেন শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পর এই প্রথম কোনও ভারতীয় পৌঁছলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। বৃহস্পতিবার বিকেল ৪.০২ নাগাদ শেষ হয়েছে স্পেস ডকিং প্রক্রিয়া। তবে এখনও ISS এর ভিতরে পা রাখেননি তারা। সন্ধে ৬টার দিকে সমস্ত যান্ত্রিক প্রক্রিয়া শেষ করে অবশেষে সেখানে ঢুকবেন শুভাংশু ও বাকি ৩ মহাকাশচারী। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটা ডকিংয়ের সফ্ট ক্যাপচার, এরপর হার্ড ক্যাপচার হয়। তারপর ISS এর সঙ্গে বাইরে থেকে এসে যুক্ত হওয়া যানটির ‘চাপ’ মেপে নেওয়া হয়। ঘাঁটি ও যানের চাপ সমান হলে, তারপরই খুলে যায় দরজা।

