Swarupnagar | স্বরুপনগরে শ্যুটআউট! সাতসকালে গুলিতে ঝাঁঝরা বছর ৩২ এর যুবক, তদন্তে পুলিশ
Wednesday, March 5 2025, 2:03 pm
Key Highlightsএবার সাতসকালেই শ্যুটআউট উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। রাস্তার উপর গুলি করা হল এক যুবককে।
সাতসকালেই শ্যুটআউট উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ছয়টা নাগাদ বছর ৩২ এর ইসারুল গাজি বাইক নিয়ে বেরিয়েছিলেন। দুটি মোটরবাইক করে ছয় দুষ্কৃতী তাকে তাড়া করে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় যুবক পাশের বাড়িতে আশ্রয় নেন। দুষ্কৃতীরা যুবককে ধাওয়া করে তার গা থেকে রক্তাক্ত কোট খুলে নিয়ে পালায়। যুবককে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- Related topics -
- রাজ্য
- উত্তর ২৪ পরগনা
- খুন
- গুলি বর্ষণ
- খুনের চেষ্টা
- পুলিশ প্রশাসন
- পশ্চিমবঙ্গ

