আসানসোলে শ্যুটআউট! ডাকাতির চেষ্টা, পরপর গুলি মৃত ১, আহত ১ জন

Thursday, February 11 2021, 12:28 pm
আসানসোলে শ্যুটআউট! ডাকাতির চেষ্টা, পরপর গুলি মৃত ১, আহত ১ জন
highlightKey Highlights

আসানসোলে দুষ্কৃতীদের গুলিতে এক রক্ষীর মৃত্যু। আজ বেলা ১১টা নাগাদ একটি শপিং মল থেকে টাকা নিয়ে যাওয়ার সময় গাড়ির ওপর হামলা চালায় বেপরোয়া দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, কল্যাণপুর হাউজিং এলাকার ওই শপিং মল থেকে গাড়ি বেরনোর পরই তা থামানার চেষ্টা করে ৬ দুষ্কৃতী। অভিযোগ, বিপদ বুঝে চালক গাড়ি নিয়ে পালাতে চেষ্টা করলে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে গাড়ির রক্ষী রবিউল মির্ধার গলায়। গুলিতে গাড়ির কাচ ভেঙে মাথায় ছুকে যায় শপিং মলের কর্মী প্রশান্ত দেবনাথের মাথায়। দুজনকেই আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে রবিউলকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File