ছন্দপতন! শ্যুটিং শুরুর পরেই ফের ফেডারেশন এর তরফ থেকে বন্ধ করা হল শ্যুটিং
Wednesday, June 16 2021, 1:04 pm
Key Highlightsকোভিড বিধি-নিষেধ মেনে দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার আবারও শুরু হয় শ্যুটিং। রাজ্য সরকারের ছাড়পত্র অনুযায়ী সর্বোচ্চ ৫০ জনের ইউনিট নিয়ে শুরু করা হয় শ্যুটিং। ২০টি সিরিয়ালের এখনো কোনো সঠিক জবাব না মেলায় শ্যুটিংয়ে আসেননি কলাকুশলীরা। সেই কারণেই শ্যুটিং শুরুর পরেই ফের বন্ধ করতে বাধ্য হলো ফেডারেশন। দীর্ঘদিন বাদে বুধবার সকালে ছন্দে ফেরে টালিগঞ্জের স্টুডিও পাড়া তবে তা স্থায়ী হলো না।
- Related topics -
- বিনোদন
- টালিগঞ্জ
- শুটিং বন্ধ
- করোনা পরিস্থিতি
- কোভিড ১৯
- ফেডারেশন

