Shobhan Chatterjee-Baishakhi Banerjee | তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ শোভন-বৈশাখীর, কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

Monday, November 3 2025, 3:15 pm
highlightKey Highlights

সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।


২০১৮ সালে কলকাতার মেয়র পদ ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। দুই দপ্তরের মন্ত্রিত্বও ছেড়েছিলেন তিনি। ২০১৯শে যোগ দেন বিজেপিতে। সম্প্রতি ফের NKDA চেয়ারম্যান পদের দায়িত্ব পেয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তারপরই সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, “কে কোন রাজনৈতিক দল করবেন, তা বেছে নেওয়ার অধিকার সকলের আছে। ওনারা কয়েকবছর সক্রিয় রাজনীতিতে ছিলেন না। দলনেত্রীর অনুমতিক্রমে দু’জনকে দলে ফেরানো হয়েছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File