Simla Weather । খামখেয়ালি আবহাওয়ার কবলে সিমলা, আচমকা উধাও ঠান্ডা, ভেঙে গেলো রেকর্ড
জানুয়ারির প্রথম সপ্তাহে ঊর্ধ্বমুখী পারদ আর ঝকঝকে রোদে রীতিমতো অস্বস্তিতে সিমলার মানুষ।
জানুয়ারির প্রথম সপ্তাহেই উধাও কনকনে ঠান্ডা। তাপমাত্রার পারদ উর্দ্ধমুখী সিমলায়। শুক্রবারে রেকর্ড ভাঙা উষ্ণ আবহাওয়ার সাক্ষী থাকল সিমলা। মৌসম ভবন সূত্রে খবর, এদিন সিমলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস যা ১৯ বছরে এই প্রথম। শেষবার ২০০৬ সালে ৩০জানুয়ারি সিমলার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার সিমলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এটিই এখনও পর্যন্ত রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা। মানালিতেও একই অবস্থা। যদিও মৌসম ভবন জানাচ্ছে, দ্রুতই বদলাবে আবহাওয়া।