প্রতারণার মামলার জেরে এবার অভিনেত্রী শিল্পা শেট্টিকে পাঠানো হলো পুলিশি নোটিশ
Wednesday, August 18 2021, 4:23 pm
Key Highlightsউত্তর প্রদেশে অভিনেত্রী শিল্পা শেট্টির একটি ওয়েলনেস সেন্টার আছে যার বিরুদ্ধে সম্প্রতি দায় করা হয়েছে এফআইআর। এর ফলে অভিনেত্রীর নাম ও উঠে এসেছে ওই প্রতারণার মামলায়। শুক্রবার শিল্পা শেট্টিকে নোটিশ পাঠাল লখনউ পুলিশ। লখনউ-এর পুলিশ কমিশনার ডি কে ঠাকুর এবিষয়ে জানিয়েছেন, ‘IOSIS Welness Centre-এর ম্যানেজিং ডিরেক্টর এবং ডিরেক্টরের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন লখনউয়ের এক ব্যবসায়ী। তদন্তে দেখা গিয়েছে এই ওয়েলনেস সেন্টারের চেয়ারপার্সন শিল্পা শেট্টি। ফলে তাঁকেও নোটিশ পাঠানো হয়েছে। মুম্বইয়ে তাঁর বাড়িতে শিল্পার হাতেই নোটিশ দেওয়া হয়েছে। এই মামলায় তাঁর বক্তব্য জানাতে বলা হয়েছে।’
- Related topics -
- বিনোদন
- অভিনেত্রী
- শিল্পা শেট্টি
- লখনউ পুলিশ
- প্রতারণা

