Kami Rita Sherpa | ৩১ বার এভারেস্ট জয়! ৫৫ বছর বয়সে নিজেরই রেকর্ড ভাঙলেন কিংবদন্তি শেরপা কামি রিতা!
Tuesday, May 27 2025, 9:27 am
 Key Highlights
Key Highlights৫৫ বছর বয়সে এই নিয়ে ৩১ বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করলেন নেপালের এই পর্বতারোহী।
নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কিংবদন্তি শেরপা কামি রিতা। ৫৫ বছর বয়সে এই নিয়ে ৩১ বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করলেন নেপালের এই পর্বতারোহী। আজ,মঙ্গলবার ভোর ৪ টেয় ভারতীয় সেনাবাহিনীর একটি দলের পথপ্রদর্শক শেরপা কামি রিতা এভারেস্ট শীর্ষ স্পর্শ করেছেন। শেরপা কামি রিতা ১৯৯৪ সালে প্রথমবার এভারেস্ট জয় করেন। এছাড়াও, লেফটেন্যান্ট কর্নেল মনোজ যোশীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভেঞ্চার উইং এভারেস্ট অভিযানের একটি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন শেরপা কামি রিতা।
-  Related topics - 
- অন্যান্য
- ভ্রমণ
- মাউন্ট এভারেস্ট
- পর্বতারোহী
- নেপাল

 
 