Sheikh Hasina | গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামলেন শেখ হাসিনা! বাংলাদেশের সঙ্গে রেল ও বিমান পরিষেবা বন্ধ করল ভারত
Monday, August 5 2024, 1:00 pm
Key Highlightsগাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ হাসিনার। দেশ ছেড়ে ভারতে পা রাখলেন মুজিবকন্যা।
গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ হাসিনার। দেশ ছেড়ে ভারতে পা রাখলেন মুজিবকন্যা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দিল্লি থেকে লন্ডনে যেতে পারেন হাসিনা। ঢাকা থেকে বেরিয়ে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, দমদম, আগড়পাড়া, পানিহাটির ওপর দিয়ে বায়ুসেনার বিমানে উড়ে যান তিনি। ফ্লাইট র্যাডার ২৪-এর তথ্য অনুযায়ী, ঢাকার বামাখালির কাছাকাছি জায়গা থেকে ছাড়ে বায়ুসেনার বিমান। বাংলাদেশ এয়ারফোর্সের বিমান AjAX1431-, এয়ারক্রাফট টাইপ LockheedC-130j Hercules-এ যাচ্ছেন হাসিনা। এদিকে অগ্নিগর্ভ বাংলাদেশের সঙ্গে রেল ও বিমান পরিষেবা বন্ধ করল ভারত।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- শেখ হাসিনা
- গাজিয়াবাদ

