অবসর নিচ্ছেন সোনিয়া! ইউপিএ’র পরবর্তী চেয়ারম্যান হতে পারেন শরদ পওয়ার

Thursday, December 10 2020, 3:04 pm
অবসর নিচ্ছেন সোনিয়া! ইউপিএ’র পরবর্তী চেয়ারম্যান হতে পারেন শরদ পওয়ার
highlightKey Highlights

রাজনীতি থেকে পুরোপুরি অবসর নিচ্ছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। জানুয়ারিতেই তাঁর জায়গায় নতুন সভাপতি হিসেবে নির্বাচন করবে কংগ্রেস। রাহুল গান্ধী এখনও কংগ্রেস সভাপতির দায়িত্ব নিতে নারাজ। তাই নির্বাচনের পথে হাটঁতে হবে কংগ্রেসকে। সুত্রের খবর, দলের পাশাপাশি ইউপিএ জোটের নেতৃত্বও ছাড়তে চান সোনিয়া। আগেরবার কংগ্রেস সভানেত্রী পদ থেকে ইস্তফা দিলেও ইউপিএ চেয়ারপার্সনের পদে কাজ চালিয়ে গিয়েছেন সোনিয়া। কিন্তু এবারে বয়সের ভারে আর সেটাও করতে চান না রায়বরেলির সাংসদ। তাই, তাঁর জায়গায় ইতিমধ্যেই নতুন চেয়ারম্যান খোঁজা শুরু করে দিয়েছেন বিরোধী জোটের নেতারা। আর সুত্রের খবর, ইউপিএ’র চেয়ারম্যান হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন মারাঠা স্ট্রংম্যান শরদ পওয়ার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File