Shah Rukh Khan | প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ‘পার্দো আলা ক্যারিয়েরা’ পুরস্কারে ভূষিত কিং খান
Monday, August 12 2024, 1:51 pm
Key Highlightsপ্রথম ভারতীয় অভিনেতা হিসেবে বিশ্বখ্যাত লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ‘পার্দো আলা ক্যারিয়েরা’ পুরস্কারে ভূষিত হলেন শাহরুখ খান।
বিশ্বমঞ্চে বিশেষ স্বীকৃতি পেলেন কিং খান। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে বিশ্বখ্যাত লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ‘পার্দো আলা ক্যারিয়েরা’ পুরস্কারে ভূষিত হলেন শাহরুখ খান। এখনও পর্যন্ত ১০০-এর বেশি ছবিতে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। সেই কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারে ভূষিত হলেন বাদশাহ। সুইৎজারল্যান্ডে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। পুরস্কার হাতে নিয়ে হিন্দি ভাষায় সকলকে ধন্যবাদ জানান কিং খান। তারপর মজাচ্ছলে বলেন, ‘এটা ভীষণ ভারী।’ তাতে হেসে ওঠেন উচ্ছ্বসিত অনুরাগীরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিনোদন
- শাহরুখ খান
- বলিউড

