Messi-Shah Rukh Khan | একমঞ্চে ফুটবল-বলিউড! রাজপুত্র মেসির 'গোট কনসার্টে' পা রাখবেন কিং খান-ও!

Friday, November 28 2025, 3:33 am
highlightKey Highlights

যুবভারতীতে শাহরুখ এবং মেসিকে একসঙ্গে হুডখোলা গাড়িতে ঘোরানো হতে পারে।


১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারত সফরে আসছেন লিওনেল মেসি। প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন। ১৩ ডিসেম্বর মেসির অভ্যর্থনায় সেজে উঠেছে এশিয়ার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম যুবভারতী। সূত্রের খবর, ফুটবলারের গোট কনসার্টে থাকতে পারেন শাহরুখ খানও। জানা গিয়েছে, এই নিয়ে একপ্রস্থ আলোচনার পর প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন বলিউডের বাদশা। তবে শর্ত দেওয়া হয়েছে কলকাতায় যদি মেসির মঞ্চে শাহরুখ থাকেন, তাহলে বলিউডের অন্য কোনও তারকাকে মঞ্চে ডাকা যাবে না। আয়োজকরা সেই শর্ত মেনে নিতে পারেন বলেই খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File