আরিয়ানের জামিন-শুনানি আরও পিছল, কিং খানের জন্মদিনেও কি নিস্তব্ধ থাকবে ‘মন্নত’?
Friday, October 22 2021, 8:50 am
Key Highlightsআরিয়ান খানের জামিন মামলার শুনানি আরও চার দিন পিছিয়ে গেল। আগামী ৩০ শে অক্টোবর ফের জামিনের শুনানি হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। নিম্ন আদালতে জামিনের আর্জি খারিজের পরে আরিয়ানের আইনজীবী গত বৃহস্পতিবারই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালত প্রথমে জানিয়েছিল, আগামী ২৬ অক্টোবর জামিন মামলার শুনানি হবে, তবে বৃহস্পতিবার সন্ধ্যায় সেই সময়সীমা পিছিয়ে গিয়েছে। আগামী ২ রা নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। প্রতি বছর এই দিনে ‘মন্নত’-এর সামনে ভিড় জমান অগণিত ভক্ত। তবে এবছর তাঁর জন্মদিন পালন করবেন না কিং খান। অভিনেতা তাঁর ভক্তদের কাছেও অনুরোধ জানিয়েছেন, তাঁর বাড়়ির সামনে যেন ভিড় জমানো না হয়।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- শাহরুখ খান
- আরিয়ান খান

