আরিয়ানের জামিনদার অভিনেত্রী জুহি চাওলা, আর্থার রোড জেলে পুত্রকে আনতে গেলেন ‘বাদশা’ খান
Friday, October 29 2021, 4:25 pm
Key Highlightsঅবশেষে ছেলে আরিয়ানকে নিতে আর্থার রোড জেলে গেলেন শাহরুখ খান। ওইদিন অভিনেতার সঙ্গী হলেন জুহি চাওলা। আরিয়ানের জন্য এক লাখ টাকার বন্ডে সই করলেন অভিনেত্রী। গত বৃহস্পতিবার মাদক-কাণ্ডে আরিয়ান খানের জামিন মঞ্জুর করেছে বম্বে হাই কোর্ট। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে রিলিজ অর্ডার জমা না দিতে পারলে, আরিয়ান বাড়ি ফিরতে পারতেন না। সময়ের আগেই সব বন্দোবস্ত করে ফেলেন কিং খান। ২৬ দিন পর অবশেষে মান্নতে ফিরলেন আরিয়ান।
- Related topics -
- সেলিব্রিটি
- শাহরুখ খান
- আরিয়ান খান
- জুহি চাওলা

