Durga Puja Carnival | রেড রোডে দুর্গাপুজো কার্নিভালের জেরে বন্ধ একাধিক রাস্তা, নিষিদ্ধ পার্কিং! কোথায় কোথায়? জেনে নিন
Monday, October 14 2024, 2:41 pm

আগামীকাল রেড রোডে আয়োজিত হবে দুর্গাপুজো কার্নিভাল ২০২৪। এই কার্নিভালের কারণে একাধিক রাস্তায় পার্কিং নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি বন্ধ একাধিক রাস্তা।
আগামীকাল রেড রোডে দুর্গাপুজো কার্নিভালের কারণে রাস্তা বন্ধ থাকবে : এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত এজেসি রোডে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকছে। হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স রোড পর্যন্ত খিদিরপুর রোড গাড়ির জন্য বন্ধ। হসপিটাল রোড থেকে এজেসি রোডের ক্রসিং পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ। রেড রোড, লাভার্স লেন, কুইনস ওয়ে, প্লাজি গেট রোড ও এসপ্ল্যানেড র্যাম্পও বন্ধ থাকবে। পার্কিং নিষিদ্ধ : চৌরঙ্গী রোড, জেএল নেহেরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইনস ওয়ে, মায়ো রোড ইত্যাদি রাস্তায়।
- Related topics -
- উৎসব ২০২৪
- পুজো ও উৎসব
- দুর্গাপুজো
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ