Train Cancel | ফের ট্রেনযাত্রী ভোগান্তির আশঙ্কা, শনি থেকে সোম একাধিক লোকাল ট্রেন বন্ধ থাকবে হাওড়া ডিভিশনে

Saturday, November 30 2024, 5:56 am
Train Cancel | ফের ট্রেনযাত্রী ভোগান্তির আশঙ্কা, শনি থেকে সোম একাধিক লোকাল ট্রেন বন্ধ থাকবে হাওড়া ডিভিশনে
highlightKey Highlights

শনি থেকে সোমবার অবধি কুয়াশার জেরে হাওড়া ডিভিশনে একাধিক মেল, এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে।


ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের। শনি থেকে সোমবার লাইন মেরামত, রেল সেতুর সংস্কার এবং কুয়াশার জেরে হাওড়া ডিভিশনে একাধিক মেল, এক্সপ্রেস ট্রেন ও বেশ কিছু লোকাল ট্রেন বন্ধ থাকবে। ৩ ডিসেম্বর থেকে ঘন কুয়াশার জেরে বাতিল করা হয়েছে হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, দেরাদুন হাওড়া উপাসনা এক্সপ্রেস ইত্যাদি। রেল সূত্রে জানা গেছে, সাবওয়ে তৈরির কাজের জন্যে তারকেশ্বর ও কৃষ্ণনগর লালগোলা এই তিনটি রুটেরও একাধিক ট্রেন বন্ধ থাকবে। বদল আনা হয়েছে একাধিক ট্রেনের সময়সূচিতেও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File