Trump 2.0 Cabinet | নয়া আমেরিকার ক্যাবিনেটে স্থান একাধিক ভারতীয় বংশোদ্ভূত আধিকারিকের! রয়েছে কলকাতা যোগও
Thursday, December 12 2024, 7:53 am
Key Highlights
২০ জানুয়ারি থেকে সরকারী ভাবে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই সঙ্গে ক্যাবিনেটে জায়গা পেতে চলেছেন একঝাঁক ভারতীয় বংশোদ্ভূত আধিকারিক।
২০ জানুয়ারি থেকে সরকারী ভাবে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই সঙ্গে ক্যাবিনেটে জায়গা পেতে চলেছেন একঝাঁক ভারতীয় বংশোদ্ভূত আধিকারিক। সেকেন্ড লেডি অব আমেরিকা হিসেবে নিযুক্ত হবেন ঊষা চিলুকুরি ভেন্স। ন্যাশনাল ইনস্টিউট অব হেলথের ডিরেক্টর করা হচ্ছে জয় ভট্টাচার্যকে। কলকাতায় জন্ম তাঁর। ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর করা হচ্ছে তুলসি গাবার্দকে। ডিরেক্টর অব the FBI পদে মনোনীত করা হয়েছে কাশ্যপ প্যাটেলকে। বিবেক রামস্বামী বসছেন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির সর্বোচ্চ পদে।