GST Council Meeting | বাড়তে পারে কিছু পণ্যের দাম! GST কাউন্সিলের বৈঠকে নেওয়া হলো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে রাজস্থানের জয়সলমীরে আয়োজিত হলো GST কাউন্সিলের বৈঠক।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে রাজস্থানের জয়সলমীরে আয়োজিত হলো GST কাউন্সিলের বৈঠক। এই বৈঠকে কর হ্রাস সহ বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। সেই অনুযায়ী খুব শীঘ্রই কিছু পণ্যের দাম কমতে চলেছে বলে আশা। আবার কিছু পণ্যের দাম বাড়ারও সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, ফর্টিফাইড রাইস কার্নেলে ৫ শতাংশ GST কমানোর সুপারিশ করেছে কাউন্সিল, জিন থেরাপি হতে চলেছে সম্পূর্ণ GST মুক্ত। সাধারণ বিমা সংস্থাগুলি মোটর ভেহিক্যালের থার্ড পার্টি ইনস্যুরেন্সের প্রিমিয়ামে GST ছাড় দেওয়ার সুপারিশ করেছে কাউন্সিল।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- জিএসটি
- নির্মলা সীতারামন
- নির্মলা সীতারামণ