খেলাধুলা

Durand Cup | তিন প্রধান দাবিকে মান্যতা! কলকাতাতেই হবে ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ

Durand Cup | তিন প্রধান দাবিকে মান্যতা! কলকাতাতেই হবে ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ
Key Highlights

মঙ্গলবারই সাংবাদিক সম্মেলন করে একযোগে তিন প্রধান দাবি করেছিলেন, নির্ধারিত সূচি মেনে কলকাতাতে খেলা হোক ডুরান্ড কাপের ম্যাচ।

কলকাতাতেই হবে ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল। মঙ্গলবারই সাংবাদিক সম্মেলন করে একযোগে তিন প্রধান দাবি করেছিলেন, নির্ধারিত সূচি মেনে কলকাতাতে খেলা হোক ডুরান্ড কাপের ম্যাচ। পরের দিনই পুলিশের তরফে টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই কলকাতায় ডুরান্ডের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হবে। তবে এখনও এই নিয়ে সরকারি ঘোষণা হয়নি। প্রশাসনের সঙ্গে আলোচনার পরে ডুরান্ডের সূচি নিয়ে ঘোষণা করবে কর্তৃপক্ষ।