ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে কলকাতায় আয়োজিত শোভাযাত্রা, হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Key Highlightsবৃহস্পতিবার কলকাতার রাস্তায় শোভাযাত্রায় সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন আরও অনেকে।
সেপ্টেম্বর মাস মানেই শুরু হয়ে গেল বাঙালীর সেরা উৎসব দুর্গাপুজোর তোড়জোড়। আর মাসের প্রথম দিনেই তার জন্য হল শোভাযাত্রা। অংশ নিলেন মুখ্যমন্ত্রী নিজেই। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মিছিলের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। দুপুর দুটোয় জোড়াসাঁকো থেকে মিছিল শুরু হয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে থেকে শুরু হয়ে রাসমণি অ্যাভিনিউ হয়ে রেড রোড পর্যন্ত যাবে মিছিল। মিছিলে আছেন ইউনেস্কোর প্রতিনিধিরাও।
মুখ্যমন্ত্রী পরিচালিত এই শোভাযাত্রায় অংশ নিয়েছে বহু প্রতিষ্ঠান, ক্লাব এমনকি সাধারণ মানুষও
পুজোর আগেই পুজোর মিছিল। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে সেরার সেরা-র শিরোপা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মিছিল কলকাতায়। বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তালিকায় জায়গা করে দিয়েছে ইউনেস্কো। তাঁদের কৃতজ্ঞতা জানাতেই আজ রাজ্যজুড়ে ধন্যবাদ-জ্ঞাপন মিছিলের আয়োজন করা হয়েছিল। জোড়াসাঁকো থেকে শুরু হওয়া বর্ণাঢ্য এই শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জোড়াসাঁকো থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রা শুরু হয়ে শেষ হয় রেড রোডে। শহরের বিভিন্ন প্রান্ত ছুঁয়ে এগোয় রঙিন এই শোভাযাত্রা। ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ, শঙ্খধ্বনিতে মুখরিত হয় শহর কলকাতার আকাশ-বাতাস। ধামসা-মাদলের বোল আর ছৌ শিল্পীদের অপরূপ নাচ পুজোর এই শোভাযাত্রাকে আরও রঙিন করে তোলে।
রেড রোডে মিছিল শেষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান মঞ্চে ইউনেস্কোর প্রতিনিধিদের সংবর্ধনা জ্ঞাপন রাজ্য সরকারের।
- Related topics -
- মমতা ব্যানার্জী
- দুর্গাপূজা শোভাযাত্রা
- দুর্গাপুজো
- ইউনেস্কো
- রাজ্য








