পাঞ্জাবে পাক ড্রোনকে গুলি করে নামাল নিরাপত্তাবাহিনী, উদ্ধার ‘আর্জেস টাইপ এইচজি-৮৪’ সিরিজের গ্রেনেড।

Monday, December 21 2020, 10:39 am
highlightKey Highlights

সোমবার পাকিস্তানের একটি ড্রোনকে গুলি করে পাঞ্জাবের গুরদাসপুরে নামাল নিরাপত্তাবাহিনী। সেই ড্রোন থেকে ১১টি উন্নতমানের হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে বলে পঞ্জাব পুলিশ সূত্রে খবর। গ্রেনেডের ধরন দেখে সন্দেহ করা হচ্ছে, সেগুলো পাকিস্তানের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। পাঞ্জাব পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে উদ্ধার হয়েছে ‘আর্জেস টাইপ এইচজি-৮৪’ সিরিজের গ্রেনেডগুলো। তিনি আরও জানান, গত ১৫ মাস ধরে সীমান্ত এলাকায় অস্ত্র এবং মাদক পাচারের রমরমা বেড়েছে। তাঁর দাবি, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে এই পাচারকাজ চালাচ্ছে জঙ্গিরা। এ দেশের জঙ্গিদের অস্ত্র এবং মাদক পৌঁছে দিতে এখন এটাই জঙ্গিদের নয়া ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File