Assam Accord | অসম চুক্তি মেনে নাগরিকত্ব আইনের ৬এ ধারা পেলো বৈধতা, ঐতিহাসিক রায় শীর্ষ আদালতের
ভারতীয় নাগরিকত্ব আইনের ৬ এর এ ধারা সাংবিধানিকভাবে বৈধতা পেলো।
ভারতীয় নাগরিকত্ব আইনের ৬ এর এ ধারা সাংবিধানিকভাবে বৈধতা পেলো। ১৯৮৫ সালে তৎকালীন রাজীব গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার, তৎকালীন অসম সরকার এবং অসমের অনুপ্রবেশ বিরোধী আন্দোলনকারীদের প্রতিনিধিদের মধ্যে অসম চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১২ সালে সংবিধানের ৬এ অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় অসম সম্মিলিত মহাসংঘ। তাঁদের দাবি ছিল, এই অনুচ্ছেদটি অসাংবিধানিক। কারণ এর মাধ্যমে আলাদা আলাদা অনুপ্রবেশকারীদের জন্য ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আলাদা আলাদা শর্ত দেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- আসাম