RCB-Stampede | বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় ইস্তফা দিলেন ২ শীর্ষ ক্লাব কর্তা!
Saturday, June 7 2025, 5:03 pm
Key Highlightsবোর্ড থেকে সরে দাঁড়ালেন কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ই এস জয়রাম।
বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর IPL ট্রফি জয়ের সংবর্ধনা অনুষ্ঠানে এসে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। আহত হন ৫০এর বেশি মানুষ। এঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন RCBর মার্কেটিং হেড নিখিল সোশালে এবং আরও তিনজন। বরখাস্ত করা হয়েছে শহরের পুলিশ কমিশনারকে। এবার বোর্ড থেকে সরে দাঁড়ালেন কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ই এস জয়রাম। শনিবার একটি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মর্মান্তিক ঘটনার নৈতিক দায় কাঁধে নিয়ে ইস্তফা দিচ্ছেন দুই কর্তা।
- Related topics -
- খেলাধুলা
- আরসিবি
- বেঙ্গালুরু
- ক্রিকেট
- ক্রিকেটার
- ipl
- আইপিএল ২০২৫
- আইপিএল
- আইপিএল ফাইনাল
- ইস্তফা পত্র

