Second Hooghly Bridge | শনি-রবি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! বিকল্প রুট জানালো কলকাতা পুলিশ

Friday, October 10 2025, 3:16 am
Second Hooghly Bridge | শনি-রবি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! বিকল্প রুট জানালো কলকাতা পুলিশ
highlightKey Highlights

দু’দিন বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ। আগামী শনিবার ও রবিবার এই সেতু সম্পূর্ণ ভাবে বন্ধ।


চলছে সেতুর কেবল ও বিয়ারিং বদলানোর কাজ। তাই শনিবার (১১ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং রবিবার (১২ অক্টোবর) দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনও যান চলবে না বিদ্যাসাগর সেতু দিয়ে। কলকাতা পুলিশ জানিয়েছে, জ়িরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতু থেকে ডানদিক হয়ে ঘুরবে। হেস্টিংস ক্রসিং দিয়ে কেপি রোডের দিকেও যেতে পারে। একগুচ্ছ বিকল্প রাস্তা বাতলেছে প্রশাসন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File