Telengana | তেলেঙ্গানার নির্মীয়মান সুড়ঙ্গে ভেসে উঠল দ্বিতীয় মৃতদেহ! ৩০ দিন পার হলেও এখনও আটকে ৬জনের দেহ!

Tuesday, March 25 2025, 3:58 pm
highlightKey Highlights

পেরিয়ে গিয়েছে ৩০ দিন, এখনও তেলেঙ্গানার নাগাড়কুরন্নুল জেলায় নির্মীয়মান সুড়ঙ্গ ধসে আটকে পড়া শ্রমিকদের দেহ উদ্ধারের কাজ শেষ হয়নি।


পেরিয়ে গিয়েছে ৩০ দিন, এখনও তেলেঙ্গানার নাগাড়কুরন্নুল জেলায় নির্মীয়মান সুড়ঙ্গ ধসে আটকে পড়া শ্রমিকদের দেহ উদ্ধারের কাজ শেষ হয়নি। এরই মধ্যে উদ্ধার হলো দ্বিতীয় মৃতদেহ। খননকারী যন্ত্র দিয়ে ওই সুড়ঙ্গের মধ্যে খোঁড়ার সময়ই ভেসে ওঠে মৃতদেহটি। কিন্তু এখনও আটকে রয়েছে আরও ৬জনের দেহ। স্থানীয় প্রশাসনিক কর্তাদের সূত্রে খবর, ইতিমধ্যে এই উদ্ধারকাজের জন্য ২৫টি সরকারি ও বেসরকারি সংস্থা মিলিয়ে অকুস্থলে ৭০০ জন বিপর্যয় মোকাবিলার একটি দল মোতায়েন করা হয়েছে। কিন্তু কাদা, জলের জন্য উদ্ধারকাজে বিশেষ কিছু লাভ হচ্ছে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File