AC Local | স্বাধীনতা দিবসের আগেই চলবে AC লোকাল! কবে উদ্বোধন শিয়ালদহ-রানাঘাট AC লোকালের?

AC লোকাল কবে চলবে সেই আগ্রহে বসে অসংখ্য রেলযাত্রী। এবার জানা গেলো দিনক্ষণ।
AC লোকাল কবে চলবে সেই আগ্রহে বসে অসংখ্য রেলযাত্রী। এবার জানা গেলো দিনক্ষণ। শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, সব ঠিক থাকলে ১০ অগস্ট শিয়ালদহ রানাঘাট এসি লোকালের উদ্বোধন হবে। জানা গিয়েছে, সেদিন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের হাত ধরে পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের প্রথম এসি লোকাল পেতে চলেছে সাধারণ মানুষ। উল্লেখ্য,শীতাতপ নিয়ন্ত্রিত এই গোটা ট্রেন সাধারণ লোকালের থেকে আকারে বড়। কোচগুলি তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে। এছাড়াও রয়েছে আরও একাধিক বিশেষত্ব।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- লোকাল ট্রেন
- ট্রেন