শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিদ্যাপতি সেতুর উত্তর অংশে বন্ধ থাকবে যান চলাচল
Wednesday, January 13 2021, 4:29 am
Key Highlightsইস্ট-ওয়েস্ট মেট্রোর পশ্চিমমুখী সুড়ঙ্গের নির্মাণকাজের জন্য আগামী শুক্রবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত শিয়ালদহ উড়ালপুল বা বিদ্যাপতি সেতুর উত্তর দিকের অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। মঙ্গলবার কলকাতা পুলিশের জারি করা এক নির্দেশিকায় এই খবর জানানো হয়েছে। মহাত্মা গাঁধী রোড বা কলেজ স্ট্রিটের দিক থেকে যে রাস্তা দিয়ে উড়ালপুলে ওঠা যায়, সেই র্যাম্প ছাড়াও এ পি সি রোডের দিকের র্যাম্প সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়। এ ছাড়াও ওই উড়ালপুল বন্ধ থাকাকালীন উত্তর ও দক্ষিণের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- শিয়ালদহ
- কলকাতা পুলিশ
- বিদ্যাপতি সেতু

