Sealdah ESI Hospital | শিয়ালদহ ইএসআই হাসপাতালে আগুন! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন! এক রোগীর মৃত্যুর অভিযোগ

Friday, October 18 2024, 6:16 am
Sealdah ESI Hospital | শিয়ালদহ ইএসআই হাসপাতালে আগুন! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন! এক রোগীর মৃত্যুর অভিযোগ
highlightKey Highlights

শুক্রবার ভোরে শিয়ালদহ ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড, এক বৃদ্ধের মৃত্যু, ৮০ রোগী সরানো হয়।


শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী অগ্নিকান্ড! শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ভোর পৌনে পাঁচটা নাগাদ। আচমকা হাসপাতালের দোতলার পুরুষ সার্জিক্যাল বিভাগ থেকে ধোঁয়া বেরতে দেখেন নিরাপত্তারক্ষীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনাস্থলে যান মন্ত্রী সুজিত বসু। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা হয় প্রায় ৮০ জন রোগীদের। তবে অভিযোগ, অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। যদিও হাসপাতালের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File