Sealdah Division | সিসিটিভি থেকে বাড়তি রেল পুলিশ, নারী নিরাপত্তায় নজির শিয়ালদহ বিভাগের!

Tuesday, May 27 2025, 3:36 am
Sealdah Division | সিসিটিভি থেকে বাড়তি রেল পুলিশ, নারী নিরাপত্তায় নজির শিয়ালদহ বিভাগের!
highlightKey Highlights

শিয়ালদহ শাখার DRM রাজীব সাক্সেনা জানিয়েছেন, শিয়ালদহ শাখার লক্ষ্য একটাই, মহিলা যাত্রীদের যাত্রা আরও গতিশীল, দ্রুত ও নিরাপদ করে তোলা


ট্রেনে নারী নিরাপত্তা নিয়ে নজির শিয়ালদহ বিভাগের। CCTV থেকে বাড়তি রেল পুলিশ, সব মিলিয়ে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা। শিয়ালদহ রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লেডিস কোচ ও মাতৃভূমি লোকালগুলিতে সর্বক্ষণ নিরাপত্তা প্রদানের জন্যও মোতায়েন করা হয়েছে রেল পুলিশ। পাশাপাশি একাকী ভ্রমণরত মহিলা যাত্রীদের সুরক্ষায় ‘সজাগ’ রয়েছে ট্রেন এসকর্টিং পার্টিগুলি। কোচগুলিতে লাগানো হয়েছে CCTV ক্যামেরা। শিয়ালদহ শাখার DRM রাজীব সাক্সেনা জানিয়েছেন, শিয়ালদহ শাখার লক্ষ্য একটাই, মহিলা যাত্রীদের যাত্রা আরও গতিশীল, দ্রুত ও নিরাপদ করে তোলা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File