বিজ্ঞান ও প্রযুক্তি

সন্ধান পাওয়া গেল দূরতম গ্যালাক্সির, পৃথিবী থেকে যার দূরত্ব ১৩.৪ বিলিয়ন আলোকবর্ষ

সন্ধান পাওয়া গেল দূরতম গ্যালাক্সির, পৃথিবী থেকে যার দূরত্ব ১৩.৪ বিলিয়ন আলোকবর্ষ
Key Highlights

বিজ্ঞানীদের অনেক প্রশ্নের উত্তর দিতে এবার সন্ধান পাওয়া গেল এক অতি দূর গ্যালাক্সির। পৃথিবী থেকে তার দূরত্ব ১৩.৪ বিলিয়ন আলোকবর্ষ। অর্থাৎ সেখান থেকে যে আলো আসে, তার বয়সও ১৩.৮ বিলিয়ন বছরের প্রাচীন। এখনও অবধি এটিই বিজ্ঞানীদের জানা সবচেয়ে দূরবর্তী গ্যালাক্সি। এর নাম রাখা হয়েছে জিএন-জেড১১। কিছুদিন আগেই ভারতের কৃত্রিম উপগ্রহের চোখে ধরা পড়েছিল আরেকটি গ্যালাক্সি। তবে তার দূরত্ব ছিল মাত্র ৯.৭ বিলিয়ন আলোকবর্ষ। জিএন-জেড১১ তার তূলনায় অনেকটাই দূরবর্তী। জাপানের অধ্যাপক নাবুনারি কাশিকাওয়ার নেতৃত্বাধীন আন্তর্জাতিক একটি দল সম্প্রতি এই গ্যালাক্সির দূরত্ব নির্ণয় করেছেন। পরবর্তীকালে এই গ্যালাক্সি থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য আহরণের বিষয়ে আশাবাদী সকলেই।