New Species । ভারতে খোঁজ মিললো নতুন প্রজাতির ৬৪১টি প্রাণীর! কেবল পশ্চিমবঙ্গেই মিলেছে ৪৯টি নতুন প্রাণীর সন্ধান!

Tuesday, July 2 2024, 6:40 am
highlightKey Highlights

ভারতে নতুন প্রজাতির ৬৪১টি প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যেই দ্বিতীয় বৃহত্তম সংখ্যক প্রাণী রয়েছে পশ্চিমবঙ্গে।


ভারতে নতুন প্রজাতির ৬৪১টি প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যেই দ্বিতীয় বৃহত্তম সংখ্যক প্রাণী রয়েছে পশ্চিমবঙ্গে। বাংলায় পাওয়া গিয়েছে মোট ৪৯টি নতুন প্রাণীর সন্ধান। তৃতীয়স্থানে রয়েছে তামিলনাড়ু, চতুর্থ কর্ণাটক এবং পঞ্চম অরুণাচল প্রদেশ। দেশের প্রাণীজগৎকে নিয়ে পোর্টাল খুলেছে ভারত। এই প্রথম, কোনও দেশ, এমন কিছু করেছে। ভারতের ফনা অফ ইন্ডিয়া পোর্টালের পাশাপাশি, ‘ফ্লোরা অফ ইন্ডিয়া সিরিজ’, ‘ক্যাটালগ অফ হোবারফ্লাইস’, ‘ক্যাটালগ অফ মুস্যিড’ সহ বিভিন্ন উদ্বোধন করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File