বিজ্ঞানীদের নয়া উদ্ভাবন, অস্ত্রোপাচার ছাড়াই শরীরেই গলে যাবে পেসমেকার!

Tuesday, June 29 2021, 9:26 am
highlightKey Highlights

আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘নেচার বায়োটেকনোলজি’-তে নয়া পেসমেকারের তথ্য প্রকাশিত হয়েছে। আমেরিকার ইলিনয়ের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও গবেষকরা মিলে টেনিস র‌্যাকেটের মতো দেখতে এক অভিনব পেসমেকার তৈরী করেছেন। সাধারণত পেসমেকারের অভ্যন্তরীণ ঢাকনা থেকে শরীরে নানারকম সমস্যা দেখা যায়। কিন্তু এই পেসমেকার চালাতে বিদ্যুৎ পরিবহণের জন্য কোনও তার বা ব্যাটারির প্রয়োজন হবে না। এমনকি কাজের মেয়াদ ফুরিয়ে গেলে অস্ত্রোপচার করে তা শরীর থেকে বার করে আনারও দরকার হবে না। শরীরের কোনও ক্ষয়ক্ষতি না করেই নির্দিষ্ট সময় পর এটি মানবশরীরেই দ্রবীভূত হয়ে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File