মর্মান্তিক পরিণতি! চলন্ত স্কুটিতে হাই টেনশন তার পড়ে অগ্নিপৃষ্ঠ শিক্ষিকা।

Saturday, December 12 2020, 8:11 am
মর্মান্তিক পরিণতি! চলন্ত স্কুটিতে হাই টেনশন তার পড়ে অগ্নিপৃষ্ঠ শিক্ষিকা।
highlightKey Highlights

রাজস্থানের বান্সবারা জেলায় এক শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যু। ২৫ বছর বয়সী মহিলা জীবন্ত দগ্ধ হলেন হাই টেনশন তারে। রোজকার মতো স্কুটি চালিয়ে স্কুলের পথ ধরে যাচ্ছিলেন তিনি। কিন্তু রোজকার চেনা রাস্তাতেই মৃত্যু তাঁর জন্য ফাঁদ পেতে রেখেছিল। সকাল দশটা নাগাদ স্কুটি চেপে স্কুলের উদ্দেশে রওনা হয়েছিলেন ওই শিক্ষিকা। তখনই হটাৎ করে 11KV হাই টেনশন তার সেই শিক্ষিকার স্কুটির উপর এসে পড়ে। মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মাঝরাস্তায় শিক্ষিকা ও তাঁর স্কুটি দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয় লোকজন জানিয়েছে, ঘটনার পর সঙ্গে সঙ্গে বিদ্যুত্ বিভাগে ফোন করেন তারা। কিন্তু প্রায় ২০ মিনিট পর বিদ্যুতং সংযোগ বিচ্ছিন্ন করে বিভাগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File