পড়ুয়াদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া লক্ষ্য, ‘দুয়ারে সরকার’ শিবিরে হাজির স্কুল কর্তৃপক্ষ।

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

কন্যাশ্রী প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে রূপায়িত করতে স্কুলগুলিকে একটি করে নোডাল অফিসার পদ তৈরির নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তর। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে অন্য একটি নির্দেশিকা জারি হয়েছে। যেখানে বলা হয়েছে, কন্যাশ্রী-সহ ছাত্র-ছাত্রীদের জন্য যে অন্যান্য প্রকল্পগুলি রয়েছে সেগুলি সুষ্ঠুভাবে রূপায়িত করতে ‘দুয়ারে সরকার’-এর শিবিরের সঙ্গে নিয়মিত সমন্বয় রাখতে হবে বিদ্যালয়গুলির সংশ্লিষ্ট আধিকারিকদের। শিবিরে উপস্থিত থাকার কথাও জানানো হয়েছে। স্কুলের প্রধানদের উদ্দেশে বলা হয়েছে, রাজ্যের প্রায় সর্বত্র দুয়ারে সরকার কর্মসূচির কাজ চলছে। সেখানে রাজ্য সরকারের অন্যতম আলোচিত কন্যাশ্রী এবং অন্যান্য প্রকল্পগুলির সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিতে উপস্থিত থাকছেন সরকারি আধিকারিকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File