দুর্গাপুরের এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট ফাঁকা করল প্রতারকরা, অভিযোগ ব্যাঙ্কের গাফিলতির বিরুদ্ধে
Wednesday, May 19 2021, 12:41 pm
 Key Highlights
Key Highlightsদুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক ম্যানেজারকে বোকা বানিয়ে এক ব্যবসায়ী অ্যাকাউন্ট থেকে প্রায় ১.৭০ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক। গত ৪ঠা মে দুর্গাপুরের বেনাচিতি বাজারের এক ব্যবসায়ীর পরিচয়ে একজন দুষ্কৃতী ফোন করেন রাষ্ট্রায়ত্ত ঐ ব্যাঙ্কের বেনাচিতি শাখার ম্যানেজার কে। ব্যাঙ্ক ম্যানেজারের কথা অনুযায়ী, ওই ব্যক্তি অসুস্থতার কারণ দেখিয়ে শীঘ্রই ওই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে অন্য একটি অ্যাকাউন্ট এ ১.৭০ লক্ষ টাকা ট্রান্সফার করার কথা বলে। এই ঘটনার ফলে প্রতারিত ব্যবসায়ী দুর্গাপুর থানা ও কমিশনারেটে সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন ব্যাঙ্কের গাফিলতি নিয়ে। কি করে কেবল একটি ফোনের ভিত্তিতে এতগুলো টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করলো তা নিয়ে প্রশ্ন ওঠে।
-  Related topics - 
- ক্রাইম
- সাইবার ক্রাইম
- ব্যাঙ্ক জালিয়াতি
- দুর্গাপুর

 
 