১লা জুলাই থেকে ভারতীয় স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা সাবধান, জানুন কিছু পরিবর্তিত নিয়ম!
Thursday, July 1 2021, 7:43 am

১লা জুলাই থেকে ভারতীয় স্টেট ব্যাঙ্কের নিয়মে কিছু পরিবর্তন এসেছে। এবার থেকে এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে একই মাসে চারবারের বেশি টাকা জমা-তোলা করলেই ব্যাঙ্ক প্রতি লেনদেনের জন্য জিএসটি ছাড়া ১৫ টাকা চার্জ নেবে। এমনকি একটি অর্থবর্ষে ১০ পাতার বেশি চেক বই ব্যবহার করলে প্রতি চেকবই পিছু (জিএসটি ছাড়া) ৪০ টাকা থেকে ৭৫ টাকা পর্যন্ত দিতে হবে গ্রাহকদের। কিন্তু, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অতিরিক্ত চেকবইয়ের জন্য চার্জ নেবে না ভারতীয় স্টেট ব্যাঙ্ক।
- Related topics -
- দেশ
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- অর্থনীতি