SBI-গ্রাহকদের জন্য দুঃসংবাদ! মাত্র ১ মাসের মধ্যেই ফের সুদের হার পরিবর্তন

Monday, April 5 2021, 5:54 am
highlightKey Highlights

ভারতীয় স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য দুঃসংবাদ। গৃহঋণের সুদের হার পরিবর্তনের কথা ঘোষণা করল দেশের বৃহত্তম এই ব্যাঙ্কিং প্রতিষ্ঠানটি। ফলে গ্রাহকদের কাঁধে EMI-এর বোঝা বাড়তে চলছে। হোম লোনে ন্যূনতম সুদের হার 25 বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে SBI কর্তৃপক্ষ। এরে ফলে নয়া হার 6.70 শতাংশ থেকে তা বেড়ে হল 6.95 শতাংশ। গত 1 এপ্রিল থেকে এটি কার্যকর হয়েছে বলে জানিয়েছে SBI কর্তৃপক্ষ। এছাড়া এবার থেকে গ্রাহকদের হোম লোন নিতে গেলে প্রসেসিং ফিও দিতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File