Nabanna Abhijan | গ্রেফতার 'নবান্ন অভিযানে'র ডাক দেওয়া 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে'র অন্যতম মুখ সায়ন লাহিড়ি

Wednesday, August 28 2024, 9:41 am
Nabanna Abhijan |  গ্রেফতার 'নবান্ন অভিযানে'র ডাক দেওয়া 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে'র অন্যতম মুখ সায়ন লাহিড়ি
highlightKey Highlights

গ্রেফতার মঙ্গলবার 'নবান্ন অভিযান'-এর ডাক দেওয়া 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' এর অন্যতম মুখ সায়ন লাহিড়ি।


গ্রেফতার মঙ্গলবার 'নবান্ন অভিযান'-এর ডাক দেওয়া 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' এর অন্যতম মুখ সায়ন লাহিড়ি। গতকালই তাকে গ্রেফতার করে পুলিশ। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে সায়নের বিরুদ্ধে। নবান্ন অভিযানের আগের দিন সায়ন বার্তা দিয়েছিলেন, 'কোনও ভাঙচুর করা হবে না। পুলিশকে কোনওরকম আঘাত নয়।' তবে গতকালের 'অভিযানে' আন্দোলনকারীদের ইট বৃষ্টিতে মাথা ফাটে পুলিশকর্মীদের। এমনকি এই ঘটনায় এক চোখে আজীবনের মতো দৃষ্টি হারান এক পুলিশকর্মী!অন্যদিকে, টিয়ারগ্যাস, জলকামান ছোড়ে পুলিশ। আহত হন বহু আন্দোলনকারী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File